

মেঘের রাজ্য-‘সাজেক ভ্যালি’
ঘুরে আসুন বন্ধ-স্বজন-পরিজন নিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘সাজেক ভ্যালি’।
Sajek Valley
The Kingdom of Clouds
ভিডিও কৃতজ্ঞতাঃ
Saim Bin Mujib
Producer, Daily Star
Discover Bangladesh
সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন । যার আয়তন ৭০২ বর্গমাইল । সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিনে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে।